Tuesday, February 15, 2022

কবিতা || প্রাপ্তি || মলয় কোলে



এর আগেও তোমাকে ডেকেছি অনেক,
সেই কোন যুগ হতে যুগান্তরের উৎসবে,
অন্ধকার যেখানে শৈশবের খেলায় মত্ত,
হাওয়া হয়তো তখনও তার ঘর ছাড়েনি,
সেই তখন আমি তোমার প্রেম চেয়েছিলাম, করেছি কত যুদ্ধ ; বালিতে মিশতে দেখেছি রক্ত সফেন, তরবারির আঘাত কেটেছে কত মুন্ডু ; তবু মরিনি আমি, তোমার বিপরীত ভালোবাসায় করেছি বিচরণ, সে পথ ছিল দূর্গম ;
নাম হীন সেই ঝড় আমায়...
ঝড় থেমে গেছে, এবার শান্তি কামনা করতে পারি, আমি মরেছি ; এতদিনে মরতে পেরেছি,

আবার জীবনের সকাল হয়েছে; আবারো দেখি পাশে তুমি নেই, আছে শুধু আকাঙ্ক্ষা, কোনো স্ত্রীর যত্নে, শরীরের প্রয়োজনে আপন হয়েছে, কোনো নারী, অর্থ, খ্যাতি, সব পেয়েছি, প্রতি জন্মের পরে,এমনি এক প্রতীতির ডাকে, পুরনো অন্ধকার থেকে অনেক দূরের আলো হতে, তোমায় পাবো বলে, ত্যাগ করেছি, ভোগ করেছি, শুধু পায়নি তোমায় ; এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পায়ে কুষ্ঠ, তর্জনী আর সোজা হতে পারে না, সমুদ্র ভরা আকাশ মাথার উপর থাকলেও আর দাঁড়াতে পারিনা, আলজিভ টাও...
তুমি এসেছো, এবার আমায় ভালোবাসো...



No comments:

Post a Comment