Tuesday, February 15, 2022

কবিতা || অনন্ত প্রপাত || খগেশ্বর দাস




তোমার প্রসন্ন মুখে ফুল্ল অরণ্যের আভা
শীর্ণ নদী শেষের প্রশস্তি গায় মোহনা বিস্তারে
বনের নিবিড় আমাকে ডেকেছে বৃষ্টিকাল 
সে আমাকে শেখাবে স্রোতের পথ 
প্রপাতের ঋদ্ধ পরিণাম। 

গোধূলির কোমল গোলাপে আঁধারের বিশল্যকরণী
নিভন্ত উনুনে ছায়ার মিশেল
 চিত্রপটে চাঁদের মহিমা নয়  
 আমি চাই দুর্বিনীত শিখায় দ্রোহের তীব্র প্রজ্জ্বলন
 তারপর অনিঃশেষ অনন্ত প্রপাত।।


হরেন্দ্র অ্যাপার্টমেন্ট
১২/৯ নয়াপট্টি রোড
 কলকাতা ৭০০০৫৫



No comments:

Post a Comment