দারিদ্র্যের স্বপ্ন
দারিদ্র্য কৃষক পরিবারের ছেলে আফরান, ৩ ভাই বোনের মধ্যে সে ছিল বড়। শৈশবে তার দিনগুলো ছিল সম্ভাবনাময় আর স্বপ্ন গুলোও ছিল অনেক বড়। কিন্তু বয়স বারার সাথে সাথে পারিবারিক অসচ্ছলতা আর দারিদ্র্যতার করুণ শিখায় নিষ্পেষিত হয়ে পড়ে তার জীবন। অসুস্থ বাবার চিকিৎসা,ছোট ভাই-বোনের লেখা পড়া ও পরিবারের যাবতীয় খরচের ভার পরে আফরানের কাধে। অনার্স, মাস্টার্স শেষ করেও মিলতেছেনা একটা চাকুরী। টিউশনের সামান্য কিছু টাকা দিয়ে কোনো মতে অতিবাহিত হচ্ছিল তাদের জীবন। সে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চাকুরীর আশায় গ্রাম থেকে ঢাকায় আসেন তরুন, উৎকন্ঠা, মেধাবী ও সাহসি ছেলে আরফান। ইট সিমেন্টের ব্যস্ত শহরে অনেক চেষ্টা করতেছে একটা চাকুরীর জন্য কিন্তু মিলতেছেনা। একদিন শহরের প্রধান সড়কের পাশেই ফুটপাত দিয়ে হাটতেছিল আরফান। হঠাৎ করে ঝাকড়া চুল ওয়ালা, বড় বড় গোফ, চোখ লাল বর্ণের এক ছেলে এসে আফরানের সামনে দাঁড়ায়। ছুরি বের করে ভয় দেখিয়ে বলে,কি কি আছে বের কর"। আফরান বলে, "ভাই আমি বেকার মানুষ,একটা চাকুরীর আশায় এই ঢাকা শহরে এসেছি ভাই, আমার বাবাও অসুস্থ,বর্তমানে ২ বেলা ভাত খাওয়ার জন্য সামান্য কিছু টাকা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। এই টাকাটা কেড়ে নিলে আমাকে আজকে না খেয়েই থাকতে হবে ভাই। এভাবে কথা কাটাকাটি করতে করতে হঠাৎ ছেলেটা আফরানের পেটে ছুরিটি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। মাটিতে নিস্তেজ হয়ে পরে আফরানের নিথর দেহ,রক্তে রঞ্জিত হয় ইট সিমেন্টে তৈরি করা ঢাকা শহরের ফুটপাত। শেষ হয়ে গেল আফরানের জীবন।
এভাবেই দিনদিন কলুষিত হয়ে যাচ্ছে হাজারো বেকার তরুনের স্বপ্ন, খালি হচ্ছে হাজারো মায়ের বুক।
সাদেকুল ইসলাম
নীলফামারী, ঢাকা, বাংলাদেশে।
ফোন-০১৭৬১-১৯৫৬৩৮
No comments:
Post a Comment